ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে উৎসাহ-উদ্দীপনা ও সবার অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা কাজ করছি।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সবাই সর্বদা তৎপর রয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি ও দায়িত্ব পালন প্রয়োজন, তা সম্পূর্ণভাবে করা হবে।
তিনি আরও বলেন, সবাই যেন গণভোটে অংশ নিতে পারে, সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সেনা ক্যাম্পের কর্মকর্তাবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

