শুক্রবার নরওয়ের শান্তি কমিটি ১০৪ তম নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছে। এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। তিনি ১৪০ তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
ইরানের এই মানবাধিকারকর্মী সাজা হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। ২০১৬ সালের মে মাসে এ আন্দোলনের জেরে তাকে ১৬ বছরের জেলও দেওয়া হয়।
এদিকে নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রেইজ আন্ডেরসেনের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন ডিসেম্বরে পুরস্কার হস্তান্তরের সময় কী হবে যেহেতু নার্গিস কারাগারে আছেন। জবাবে নোবেল কমিটির চেয়ারম্যান বলেন, ইরানি কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিলে তাকে মুক্তি দিবে।