শান্তিতে ঘুমান ধরমজি, আপনি ছিলেন আমার বাবার মতো: শাহরুখ

0
শান্তিতে ঘুমান ধরমজি, আপনি ছিলেন আমার বাবার মতো: শাহরুখ

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকে ভাসছে বলিউড তথা পুরো ভারতীয় সিনেমাপ্রেমীরা। সোমবার সকালে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

অভিনেতার বিদায়ে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে সবাই। 

ধর্মেন্দ্রকে নিয়ে আবেগঘন এক পোস্টে কিং খান লেখেন, শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন…। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। শুধু পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সব সময় ভালোবাসব।

পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। অ্যাকশন থেকে কমেডি—সব চরিত্রেই সাবলীল ছিলেন বলিউডের এই ‘হি-ম্যান’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here