ডুবতে থাকা দলকে একরকম সামনে থেকে নেতৃত্ব দিয়েই জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন নাজমুল শান্ত। তার শতকে ভর করেই ২২০ রানের গণ্ডি পেরিয়েছে টাইগাররা।
আজ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল শান্ত। শতক তুলতে তাকে ১০৮ বল খেলতে হয়েছে।
২৫৬ রান তাড়ায় খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই ড্রেসিং রুমে ফিরেছিলেন লিটন। দিলশান মাদুশাঙ্কার বল স্টাম্পে টেনে আনেন তিনি। এ নিয়ে ষষ্ঠবারের মতো প্রথম বলে উইকেট হারালেন এই ওপেনার।
উইকেট বিলিয়ে দেয়ার মিছিলে যোগ হন হৃদয়ও। ৩ রানে ড্রেসিংরুমের পথ ধরেন বাংলাদেশি ব্যাটার। এরপর দারুণ এক জুটি গড়েন শান্ত ও রিয়াদ। তবে লাহিরু কুমারার বলে বিদায় নিয়ে রিয়াদ ফিরলে ভাঙে জুটি। ৩৭ বলে ৩৭ রান করে তিনি ফেরেন ড্রেসিংরুমে।