শান্তর ধীরগতির ফিফটি, মুশফিক-হৃদয়-রিয়াদকে হারিয়ে বিপদে বাংলাদেশ

0

সৌম্য সরকার একাদশে না থাকায় আজ ইনিংস ওপেন করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফল হয়েছেন তিনি। ইতোমধ্যেই ৭১ বলে ফিফটি পেয়েছেন শান্ত।

২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৮ রান। ৫৫ রান নিয়ে উইকেটে আছেন শান্ত। মাহমুদউল্লাহ মাত্র ৪ রান করে আউট হয়েছেন।

রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ তামিম ও শান্ত। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম।

নবম ওভারে প্রথমবার স্পিন আক্রমণে আসে নিউজিল্যান্ড। মাইকেল ব্রেসওয়েল ওভারের দ্বিতীয় বলে তামিমকে ২৪ রানে আউট করেন। মিডউইকেট দিয়ে খেলতে চাইলেও বল সঠিক টাইমিং না হওয়ায় কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন।

এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মেহেদী হাসান মিরাজ তিন নম্বরে নেমে ব্যর্থ হন। উইকেটে এসেই ছক্কা হাঁকালেও, ১২তম ওভারে উইল ও’ররুকের বলে ১৪ রানে আউট হন।

মিরাজের পর উইকেটে এসে ব্যাটিং সহায়ক উইকেটেও বিপাকে পড়েন তাওহিদ হৃদয়। কিউই বোলারদের সামলাতে হিমশিম খাওয়া হৃদয় ২৪ বলে মাত্র ৭ রান করেন। তার ধীরগতির ব্যাটিং দলের রানরেটেও প্রভাব ফেলে।

চাপ কাটাতে বড় শট খেলতে গিয়ে ২৩তম ওভারে ব্রেসওয়েলের বলে আউট হন মুশফিকুর রহিম। স্লগ সুইপ করতে গিয়ে রাচিন রাবিন্দ্রের হাতে ক্যাচ দেন। মাত্র ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here