ওপেনার নাজমুল হোসেন শান্তর গোল্ডেন ডাকে নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই খানিকটা ধাক্কা খেয়েছে টাইগাররা। চোটের শঙ্কা কাটিয়ে দিনের শেষ দিকে ওপেন করতে নামেন তামিম ইকবাল ও শান্ত।
তবে শান্ত আর তামিমের জুটিটা লম্বা হয়নি। মাত্র এক বল খেলেই সাজঘরে ফিরেছেন শান্ত। দলীয় দুই রানের মাথাতেই টাইগার শিবিরে তাই কিছুটা ছন্দ পতন। মার্ক আদিয়ারের বলে সোজা বোল্ড হয়ে যান শান্ত।
এর আগে ক্যারিয়ারে তাইজুলের স্পিন ঘূর্ণিতে ২১৪ রানেই সব উইকেট হারায় আইরিশরা। এই বাঁহাতি স্পিনার একাই নিয়েছেন পাঁচ উইকেট।