ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডকে ২-০ ম্যাচে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে চেমসফোর্ডে আইরিশদের ৪ রানে হারিয়েছে তামিম ইকবালের দল।
এই ম্যাচে নাজমুল হোসেন শান্তকে দিয়েও বল করিয়েছেন ক্যাপ্টেন তামিম। শান্ত আস্থার প্রতিদানও দিয়েছেন। ৩ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে এক উইকেট পেয়েছেন শান্ত। তার ইকোনোমি ছিল ৩.৩৩।
তামিম বলেছেন, ‘৪০ ওভার পর্যন্ত তাকে বোলিং দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। মিরাজ যেভাবে বল করেছে, সেটা শান্তকে বোলিং দিতে বাধ্য হয়েছি। সে বলছিল সে পারবে। কিন্তু আমি তাকে বিশ্বাস করি না! কিন্তু আমার অধিনায়কত্বেই সে তার প্রথম ওয়ানডে উইকেট পেয়েছে। অফ স্পিনারকে মারা সহজ মনে হচ্ছিল না। সে জন্যই তাকে বল দিয়েছি।’