শান্তকে অধিনায়কত্ব না দেওয়া প্রসঙ্গে যা বলছে সিলেট

0

রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় সিলেট স্ট্রাইকার্সকের নেতৃত্ব ছেড়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার চলে যাওয়ার পর দলটির সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন দলের নেতৃত্বের ভার গ্রহণ করেন। এরইমাঝে নতুন করে শুরু হয়েছে সিলেটের অধিনায়ক গুঞ্জন। এর পেছনেও কারণ রয়েছে। সিলেটেরই তারকা ওপেনার নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের হয়ে সব ফরম্যাটে নেতৃত্ব পেয়েছেন। জাতীয় দলে অধিনায়ক হওয়া শান্তর নিজের ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব না পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়।

ঠিক কি কারণে সিলেট দল তাকে নেতৃত্ব দিল না, এ নিয়ে ছিল গুঞ্জন। অনেক আলোচনা বাতাসে ভাসলেও তবে সিলেট দলের প্রধান কোচ রাজিন সালেহ আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন শান্তকে অধিনায়ক বানানোর কারণ।

রাজিন আরও বলেন, ‘এটা শান্তর তরফ থেকে আসেনি, ম্যানেজমেন্টের তরফ থেকে এসেছে। টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে শান্তকে যতটা ফ্রি রাখা যায়। ওর ফ্রি ক্রিকেট যেন খেলতে পারে। এজন্যই ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here