দ্বিতীয়বারের মতো কর ফাঁকির অভিযোগ উঠেছে কলম্বিয়ান বংশোদ্ভূত পপতারকা শাকিরার বিরুদ্ধে। স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বার্সোলোনায় থাকাকালীন শাকিরা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ স্পেন সরকারের।
শাকিরার কর ফাঁকি নিয়ে স্পেনের প্রসিকিউটররা জানান, শাকিরা ২০১৮ সালে ৬.৭ মিলিয়ন ইউরো (প্রায় ৭৫ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন। এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য তিনি কয়েক লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন, যে তথ্য তিনি গোপন করেছেন।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে বার্সেলোনায় ৬টি পৃথক কর ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন শাকিরা। যদিও কর ফাঁকি মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেন কলম্বিয়ার পপসম্রাজ্ঞী শাকিরা। সূত্র : বিবিসি।