ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে, শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ছবির ফার্স্টলুক। ৩০ সেকেন্ডে এই প্রথম ঝলকে নজর কেড়েছেন শাকিব খান। যা দেখে রীতিমতো মুগ্ধ তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসও।
সোশ্যাল হ্যান্ডেলে তিনি জানালেন, ‘প্রিয়তমা’ লুক দেখে মুগ্ধ হয়েছেন। এ কারণে নিজের ফ্যান পেজে অপু শুভ কামনা জানিয়েছেন শাকিবকে। শাকিব খান তার ফ্যান পেজ থেকে শনিবার রাতে ‘প্রিয়তমা’র এক ঝলক প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে ফার্স্ট লুক ভাইরাল হয়ে যায়। রাতের মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করে।
তিনি আরও বলেন, দর্শক হিসেবে বলতে গেলে বলতে হয়, শাকিব খান বরাবরই নতুত্বের জন্ম দেন। প্রতিনিয়ত নিজেকে ভাঙতে পারেন। নতুনভাবে উপস্থাপন করতে পারেন। আব্রাহাম তো তার বাবার ফার্স্ট লুক দেখে, বেস্ট উইশেস জানিয়েছে।
হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’য় আরো অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।