শাকিবের সিনেমা ছাড়া প্রোডাকশন হাউসগুলো আগ্রহ দেখায় না: অপু

0
শাকিবের সিনেমা ছাড়া প্রোডাকশন হাউসগুলো আগ্রহ দেখায় না: অপু

শুধু শাকিব খানকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের প্রবণতা ঢালিউডের জন্য সুসংবাদ নয় বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাঁর মতে, দেশের বড় বড় প্রোডাকশন হাউসগুলো অন্য নায়কদের নিয়ে কাজ করতে অনাগ্রহ দেখানোয় শিল্পে এক ধরনের একপেশে অবস্থা তৈরি হয়েছে।

সম্প্রতি ‘সিক্রেট’ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এসব মন্তব্য করেন। অপু বিশ্বাস বলেন, ‘অনেক বছর ধরে দেখছি, শাকিব খানের সিনেমা ছাড়া প্রোডাকশন হাউসগুলো সেভাবে আগ্রহ দেখায় না। এটা শিল্পের জন্য কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিতে দায়িত্ব আমাদের সবার।’

তিনি আরও বলেন, ‘ইতিবাচক খবর মানুষের কাছে পৌঁছালে দর্শকের আগ্রহ বাড়ে, সিনেমা বেঁচে থাকেও। তাই আপনারা, আমরা সবাই মিলে ইতিবাচক পরিবেশ বানাতে পারি।’

সংবাদ সম্মেলনে নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা দেন অপু বিশ্বাস। শাকিব–নির্ভর অবস্থার বাইরে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসায় তিনি কৃতজ্ঞতা জানান। তাঁর ভাষায়, ‘এম কে প্রোডাকশনকে ধন্যবাদ। দীর্ঘদিন একই চিত্র দেখেছি, এখন পরিবর্তনের চেষ্টা শুরু হয়েছে—এটা আমাদের সবাইকে উৎসাহ দেয়।’

দিনটির আলোচনায় উঠে আসে সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলমান ট্রল বা বুলিং। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘বুলিং করবেন—সমস্যা নেই। তবে সেটা যেন হয় ইতিবাচক বুলিং, যেখান থেকে শেখার কিছু থাকে, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা থাকে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here