শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পেইনে নোয়াখালী জেলা বারের আইনজীবীসহ সেবা প্রত্যাশী সাধারণ মানুষ সেবা গ্রহণ করছেন। এসময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
আয়োজক কমিটি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশ বলেন, আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এ আয়োজন, কয়েকদিন আগে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পসহ আজকের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের মূল মেসেজ হচ্ছে আমরা আমাদের কাজ ও সেবার মধ্য দিয়ে আমাদের আদর্শকে জাগ্রত করতে চাই। মানুষের মাঝে এই আদর্শকে ছড়াতে চাই। এ ধরনের আয়োজন আমরা আগামীতেও করার প্রত্যাশা করি।
নোয়াখালী আন-নূর চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের সহযোগিতায় রবিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী জেলা আইনজীবী হল রুমের পাশে এ মেডিক্যাল ক্যাম্প শুরু হয়। সকালে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে চক্ষু ক্যাম্পের কার্যক্রম।
ক্যাম্পেইনে নোয়াখালী আন-নূর চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাইশা মালিহা অনন্যার তত্ত্বাবধানে ফ্রি চক্ষু পরীক্ষাসহ চক্ষু সংশ্লিষ্ট স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। এ সময় চক্ষু চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হচ্ছে।
চিকিৎসা সেবায় ব্যতিক্রমী এই বিশেষ উদ্যোগের জন্য জেলা বারের আইনজীবীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
ফ্রি চক্ষু ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এডভোকেট এ বি জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীগণ।

