স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযুদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে বিএনপি অস্ট্রেলিয়া।
রবিবার (১৯ জানুয়ারি) জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে বিএনপির অষ্ট্রেলিয়ার সাবেক সহ-সভাপতি রুহুল আহম্মদ সওদাগরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এ এন এম মাছুমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির সাবেক সাধারন সম্পাদক লিয়াকত আলী স্বপন, উপদেষ্টা জনাব ডা. আব্দুল ওয়াহাব।
আরও উপস্থিত ছিলেন বিএনপির সাধারন সম্পাদক মো. আবুল হাছান। সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লা যুগ্ম সম্পাদক খাইরুল কবির পিন্টু, মো. কুদ্দুসুর রহমান, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা। ছাত্রবিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অসিত ঘোমেজ , মো. বাচ্চু মিয়া, বাবুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং তার জন্য দোয়া করেন। সবশেষে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করেন।