শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান।
প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।