শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড্যাবের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাদের ত্যাগ ও সাহসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দীপু, সহ সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, ডা. রুস্তুম আলী মধু এবং সহ-সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।
এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফরহাদ শেখ, যুগ্ম মহাসচিব ডা. রাহাত, শিশু হাসপাতাল ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাজিদ ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক ডা. সায়েম মনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক ও বারডেম ড্যাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রেদোয়ান ফেরদৌসসহ ড্যাবের অন্যান্য কার্যকরী সদস্য এবং সম্পাদকরা উপস্থিত ছিলেন।

