শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে টরন্টোতে প্রদীপ প্রজ্জ্বলন

0

কানাডার টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র রাস্তায় টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের বিজয়ের প্রাক্কালে পশ্চিম পাকিস্তানী সামরিক জান্তা তাদের দোসর আলবদর ও আল শামসের সহায়তায় বাংলাদেশের এক হাজারের বেশি বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কের বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের নির্বাহী সদস্য শেখ শাহনওয়াজ, সাংস্কৃতিক কর্মী শিবু চৌধুরী, টিভি ব্যক্তিত্ব আসমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এজিএস নাসির উদ দুজা, কানাডা পিডিআই এর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, কানাডা উদীচী’র সাধারণ সম্পাদক মিনারা বেগম, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তোজার কন্যা দ্যুতি অরণি এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here