দেশশহীদ নূর হোসেনের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধাBy AmarNews.com.bd - November 10, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL ১৯৮৭ সালে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।