বলিউড বক্স অফিসে বর্তমানে রাজত্ব করছে দু’টি সিনেমা। তার একটি অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ আর শহিদ কাপুরের ‘দেবা’। দুটি ছবিই অ্যাকশন ঘরানার। এবার তবে কাকে দেখতে হলে বেশি যাচ্ছেন দর্শকরা, শহিদ নাকি অক্ষয়?
‘স্কাই ফোর্স’ সিনেমায় আছেন অক্ষয় কুমার। বলিউডে একসময় হিট মেশিন হিসেবে ধরা হতো খিলাড়ি খ্যাত এই নায়ককে। কিন্তু করোনা পরবর্তী সময়ে যেন আর আর কিছুতেই গুছিয়ে বসতে পারছিলেন না এই নায়ক। তবে স্কাই ফোর্স দিয়ে অবশেষে সেই খরা কিছুটা কাটছে।
এদিকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে একই সময়ে মুক্তি পাওয়া শহিদ কাপুর অভিনীত ছবি ‘দেবা’। এই সিনেমাটিও বেশ ভালোই চলছে প্রেক্ষাগৃহে।
এবার আসা যাক হিসেব-নিকেশে! মাত্র ১০ দিনেই ১০০ কোটির ঘর পার করেছে অক্ষয়ের ‘স্কাইফোর্স।’ আপাতত এই সিনেমার মোট আয় ১০১.৩৫ কোটি রুপি।
এদিকে শহিদের ‘দেবা’ সিনেমার সংগ্রহও কোনোরকম হলেও ছুঁতে পারেনি অক্ষয়কে! সোমবার পর্যন্ত গত চার দিনে দেবা-র মোট আয় দাঁড়িয়েছে ২১.৬৫ কোটিতে। শুক্রবার সিনেমা খাতা খুলেছিল ৫.৫ কোটি দিয়ে। এরপর শনিবার রবিবারে ৬.৪ কোটি ও ৭.২৫ কোটি সংগ্রহ করে সিনেমাটি।