শস্য চুক্তি বাতিল রাশিয়ার, জেলেনস্কি বললেন ‘ব্ল্যাকমেইল’

0

শস্য চুক্তি নবায়ন না করে সরাসরি বাতিল করার কথা জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটাকে মস্কোর ‘ব্ল্যাকমেইল’ বলে মন্তব্য করেছেন।

সোমবার কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের সঙ্গে করা শস্যচুক্তি বাতিল ঘোষণা করেছে মস্কো। তার পরই এমন মন্তব্য করলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট। 

ইউক্রেনের রপ্তানি করা শস্য ৪০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা প্রদান করে জানিয়ে জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার ইচ্ছার জন্য এত গুরুত্বপূর্ণ সরবরাহের খেসারত অন্যদের দিতে হবে, সেটা করতে অনুমতি দেওয়া যাবে না।

এর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্যচুক্তি স্বাক্ষরিত হয়। কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ বাড়ানো মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা। তার আগেই চুক্তিটি বাতিল করল রাশিয়া। 

মস্কোর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে রাশিয়ার এ সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি।

আল জাজিরা জানিয়েছে, গুতেরেসের বিবৃতি প্রকাশিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছেন, তার সঙ্গে গুতেরেসের ফোনে কথা হয়েছে। বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা হয়েছে। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here