শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শেষ শস্যবাহী জাহাজ

0

কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি বিশেষ চুক্তি করেছিল রাশিয়া ও ইউক্রেন। দফায় দফায় সেই চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। তবে এবার বেঁকে বসেছে রাশিয়া। দাবি না মানলে মস্কো আর এই চুক্তি নবায়ন করতে চাইছে না।

রবিবার তুরস্কের পতাকাবাহী শস্য বোঝাই জাহাজ টিকিউ সামসুন ওডেসার কৃষ্ণসাগর বন্দর থেকে ছেড়ে যায়। বলা হচ্ছে নবায়ন না হলে এটিই হবে শস্য চুক্তির আওতায় ইউক্রেন ছেড়ে যাওয়া শেষ জাহাজ। 

রাশিয়ার ইউক্রেন অভিযানের পর বিশ্বজুড়ে খাদ্য সঙ্কটের শঙ্কা দেখা দেয়। কিয়েভ-মস্কোর শস্য চুক্তিতে স্বস্তি ফেরে। বিশ্বজুড়ে স্বাভাবিক হয় খাদ্যশস্য সরবরাহ।

ইউক্রেন চুক্তির বিষয়ে এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেনি। 
 
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার শস্য রফতানির ক্ষেত্রে বাধা দূরীকরণের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মস্কো এই চুক্তিতে আর অংশগ্রহণ নাও করতে পারে।

তাছাড়াও পুতিন অভিযোগ করেছে, আফ্রিকায় খাদ্যশস্য সরবরাহের নাম করে ইউক্রেন চুক্তি করলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করছে না।

যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here