বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়ায় ৩৩ শতাংশ জমির ফলন্ত শসা গাছ বুধবার রাতে কে বা কারা আগাছানাশক স্প্রে করে ধ্বংস করে দিয়েছে।
কৃষক শাহাদাৎ মাতুব্বর জানান, আমার সাথে কারও শত্রুতা নেই। বুধবার রাতে কোন এসময় কে বা কারা ফলন্ত শসা গাছে আগাছানাশক স্পে করে জমির শসা গাছ ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, এতে আমার অনেক ক্ষতি হয়েছে।