শরীয়তপুরে সাংবাদিকদের সাথে পানি সম্পদ উপমন্ত্রীর মতবিনিময়

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয়  শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং দেশের মানুষও তার ওপর আস্থাশীল। ৭ তারিখের নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে দেশের মানুষের ভোটে নৌকার বিজয় নিশ্চিত হবে। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বুধবার সকাল ১০টায়  শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার বক্তব্যে তিনি শরীয়তপুরের বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্রপ্রাথীর সাথে কোনো আওয়ামী লীগ নেতাকর্মী নেই।  তিনি বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে বিশৃঙ্খলা করছেন। উপমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় সকল ভোটারকে ভোট দিতে আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here