শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদপুর আংগিরা সড়কে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এইচএসসির ছাত্র আমল হাওলাদার (২০) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার বন্ধু আহত হয়েছে। তাকে শরীয়তপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
আমল হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে কান্নায় ভেঙ্গে পড়েন আমল হাওলাদারের মা।