শরীয়তপুরে বিনম্র শ্রদ্ধায় ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে প্রথম প্রহরে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ।
এরপর শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম, জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, পৌর মেয়র পারভেজ রহমান জন শ্রদ্ধা জানান।আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। এছাড়াও শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠন ও অসাধারণ জনগণ।