শরীয়তপুরে বৈশাখী শোভাযাত্রা ও তিনদিনব্যাপী মেলা

0

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জাঁকজমকভাবে শরীয়তপুরে নানা আনুষ্ঠানিকতায় বর্ষবরণ অনুষ্ঠান পালিত হচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে নতুন বছরকে বরণ করে নিতে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকাল ৯টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দীনের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পৌরসভা মাঠে তিনদিনব্যাপী অনুষ্ঠিত বৈশাখী মেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় শরীয়তপুরের জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এবারের শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।

জাতীয় সংগীত গেয়ে বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।  শিশু-কিশোরদের গান-নাচের মাধ্যমে মেলা মঞ্চ হয়ে উঠে মুখরিত।

মেলা চত্বরে বসেছে বিভিন্ন মাটির সামগ্রী, পোশাক ও খাবারের প্রায় ২০টি স্টল। পরে মেলা চত্বরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ এবং পুলিশ সুপারসহ অতিথিরা। এরপর চলে পান্তা ভোজন।

এছাড়াও পৃথকভাবে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে হওয়া বর্ষবরণ অনুষ্ঠানে মুখরিত হয়েছে পরিবেশ। কোথাও কোথাও তিন দিন থেকে সাত দিন পর্যন্ত গ্রামীণ বৈশাখী মেলা বসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here