শরীয়তপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

0
শরীয়তপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ছয়টি উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় জেলার সব উপজেলা একযোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এসব আলোচনায় কন্যা শিশুর অধিকার ও সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

এদিকে শরীয়তপুর শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান এবং সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিন। বক্তারা কন্যা শিশুর অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজে বৈষম্য পরিহারের আহ্বান জানান এবং রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here