শরীয়তপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

0

শরীয়তপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকায় শহীদ ১১ জনের পরিবারের মধ্যে অনুদান হিসেবে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক শহীদের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সঞ্চয়পত্র সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন এবং জেলা প্রশাসনের পক্ষ হতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here