আবহমান গ্রাম বাংলার নদ-নদীতে ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ। এই প্রতিযোগিতা উপভোগ করতে শরীয়তপুরের কৃতির্নাশা নদের তীরে জনস্রোতে পরিণত হয়। নানা বয়সের মানুষেরা নদীর দুই পাড়ে ভীড় করে।
জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর সুবেদার কান্দি গ্রামে কৃতির্নাশা নদীতে কানাডা প্রবাসী আতাউর রহমান খান স্পোটিং ক্লাবের উদ্যোগে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।