আজ সকাল ছয়টা থেকে মাঝি কান্দি ও মাওয়া রুটে ফেরি চলাচল শুরু করেছ। ফেরি কলমিলতা ও কুঞ্জ লতা এই রুটে চলাচল করছে।
শরীয়তপুরের মাঝি কান্দিতে মোটরসাইকেলের চাপ না থাকলেও চাপ রয়েছে মাওয়া ঘাটে।
উল্লেখ্য, পদ্মা সেতু চালু হওয়ায় বন্ধ হয়ে যায় মাঝি কান্দি ও মাওয়া রুটে ফেরি চলাচল। তবে ২৬ জুন ২০২২ তারিখে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা হয়। এরপর সেতুটিতে বন্ধ করে দেওয়া হয় মোটরসাইকেল চলাচল। এতে ভোগান্তিতে পরে মটর সাইকেল আরোহীরা।
আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে আবার শুরু হয়েছে ফেরি পারাপার।