শরণখোলায় লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী

0

সুন্দরনের শরণখোলা রেঞ্জ অফিসের চত্বরে একটি রয়েল বেঙ্গল টাইগারের দেখা মেলার এক সপ্তাহের মধ্যে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা সোনাতলা গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের তাজা ছাপ দেখতে পাওয়া গেছে। রবিবার বিকেলে ও সোমবার সকালে গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের অসংখ্য পায়ের ছাপ দেখতে পান গ্রামবসী। এতে গ্রামের মানুষের মাঝে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এই অবস্থায় গ্রামবাসীকে সতর্ক থাকতে মাইকে আহবান জানানো হয়েছে। গ্রাম পাহারা বসিয়েছে ওয়ইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। বাঘটি শনিবার (১০ নভেম্বর) রাতে গ্রামে ঢুকে আবার বনে ফিরে গেছে বলে ধারণা করছেন বনসুরক্ষা কমিটির সদস্যরা। এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি রাতে এই একই গ্রামে এসেছিল আরো একটি বাঘ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here