অর্থনীতি বিশ্লেষক ও সাবেক ব্যাংকার মামুন রশিদ দেশের নেতৃত্বস্থানীয় বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপের প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি শপআপ মামুন রশিদকে তাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপআপে নতুন দায়িত্বে মামুন রশিদ কোম্পানির জন্য নতুন পুঁজি এবং উচ্চ পারফরম্যান্সের দিকে গুরুত্ব দেবেন। স্থানীয় এবং আন্তর্জাতিক কৌশগত অংশীদারিত্বের ক্ষেত্রে কোম্পানির জন্য ভূমিকা রাখবেন।