শনিবার ভারতে শেষ দফায় ভোটগ্রহণ

0

শনিবার ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। দেশটির ৮ টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭ টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে দিয়েই ভারতের ৫৪৩ টি লোকসভা আসনে ভোট নেওয়া সম্পন্ন হবে। 

নির্বাচন কমিশনের তথ্য মতে প্রথম দফায় ৬৬.১৪%, দ্বিতীয় দফায় ৬৬.৭১%, তৃতীয় দফায় ৬৫.৬৮%, চতুর্থ দফায় ৬৯.১৬%, পঞ্চ দফায় ৬২.২%, এবং ষষ্ঠ দফায় ৬৩.৩৬% ভোট পড়েছে। 

ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ কোটি ৬ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৫.২৪ কোটি, নারী ভোটার ৪.৮২ কোটি, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৫৭৪ জন। ভোট গ্রহণ হবে ইভিএমে। ভোট দানের জন্য এদফায় গোটা দেশজুড়ে ১.০৯ লাখ ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।। 

এ দফায় দেশ জুড়ে ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হওয়ার লক্ষ্যে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোদি। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাই।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর (হামিরপুর), রবি শংকর প্রসাদ (পাটনা সাহিব), বিজেপি প্রার্থী ভোজপুরি অভিনেতা রবি কিষান (গোরখপুর), বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালপ্রসাদ যাদবের কন্যা আরজেডি প্রার্থী মিসা ভারতী (পাটলিপুত্র), সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা আনন্দ শর্মা (কাংড়া), বিজেপি প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (মান্ডি), তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি (ডায়মন্ড হারবার), টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ (যাদবপুর), বিজেপির রেখা পাত্র (সন্দেশখালি), শিরোমণি আকালি দলের প্রার্থী হরসিমরাত কৌর বাদল (ভাতিণ্ডা)। 

গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন। সেই থেকে আড়াই মাসের বেশি সময় ধরে নির্বাচন প্রক্রিয়া চলে ভারতজুড়ে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here