শনিবার বিকেল নিয়ে কানাডীয়ান দর্শকদের সাথে ফারুকীর ভার্চুয়াল আড্ডা সোমবার

0

বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্র নিয়ে কানাডীয়ান বাংলাদেশিদের সাথে ভার্চ্যুয়াল আড্ডায় মিলিত হচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার সাথে যোগ দেবেন দুই তারকা অভিনেতা নুসরাত ইমরোজ তিশা এবং ইন্তেখাব দিনার।

কানাডাভিত্তিক বাংলাদেশিদের বৃহত্তম ফেসবুক গ্রুপ ‘বাংলাদেশি কানাডীয়ান কানাডীয়ান বাংলাদেশি’ – বিসিসিবি এই আড্ডার আয়োজক। আগামী ৬ মার্চ সোমবার রাত ১০ টায় (টরন্টো সময়), ৭ মার্চ সকাল ৯টা (বাংলাদেশ সময়) অনুষ্ঠেয় এই আড্ডা বিসিসিবি প্লাটফরম (বিসিসিবি ফেসবুক গ্রুপ) থেকে সরাসরি সম্প্রচারিত হবে। ইকো আজহারের সঞ্চালনায় এই আড্ডায় বিসিসিবি প্রধান রিমন মাহমুদও অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here