শনিবার ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে দেশটির নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের নিজস্ব এক্স হ্যান্ডেলে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
শনিবার বিকাল তিনটা থেকে দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে সংবাদ সম্মেলন করে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। সেইসাথে ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও অরুণাচল প্রদেশ- ভারতের এই চার রাজ্যে বিধানসভার নির্বাচনেরও তফসিল ঘোষণা করবে কমিশন।
সূত্রের খবর এবার ৭ থেকে ৮ দফায় হতে পারে এই নির্বাচন। তবে সবচেয়ে বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। ভোটের ফল ঘোষণা হতে পারে মে মাসের শেষে।
বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ জুন। সেক্ষেত্রে ওই সময়সীমার আগেই নতুন লোকসভা গঠন করতে হবে।
শেষবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল ১০ মার্চ। মোট ৭ দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত। যদিও তার আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ৯ দফায়।
নির্বাচন কমিশন আগেই জানিয়েছে এবার গোটা দেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯৭ কোটি। গত নির্বাচন থেকে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবারের ভোটার সংখ্যা। দেশ জুড়ে ভোট গ্রহণ কেন্দ্র খোলা হবে ১১.৮ লাখের মতো।