শত বছরের দিকনির্দেশনা দেবে গণভোট: শিল্প উপদেষ্টা

0
শত বছরের দিকনির্দেশনা দেবে গণভোট: শিল্প উপদেষ্টা

স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে।

তিনি বলেন, ‘জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে যেন ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়না ঘর তৈরি না হয়, লুটপাট বা বিদেশে টাকা পাচার না হয়। এজন্য জুলাই সনদের পক্ষে, গণমানুষের পক্ষে ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের পক্ষে সিল মেরে বাস্তবায়ন করুন। কেউ যেন বিভ্রান্তির সুযোগ না পায়। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।’

বুধবার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল, সেই বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইয়ের চিন্তাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য সনদ তৈরি করেছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ পনেরো বছর আগ্রাসনের অধীনে ছিল। এ সময়ে স্বাধীনভাবে কথা বলা বা ভোট দেওয়ার সুযোগ হয়নি। তাই দেশের জনগণের সম্মতির জন্য এ গণভোট আয়োজন করা হয়েছে। আমরা চাই, জনগণ জুলাই সনদের পক্ষে গণসমর্থন জানাক, যাতে বাংলাদেশ শত-সহস্র বছর টিকে থাকে।

সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা নাজমা নাহার ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here