আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু অভিনীত পুলিশি অ্যাকশন ছবি ‘শত্রু’। গতকাল মঙ্গলবার উন্মুক্ত হয়েছে ছবিটির ট্রেলার। আড়াই মিনিটের এই প্রথম ঝলকে চমক দেখিয়েছেন বাপ্পী ও মিতু। দেখা যায়, পুলিশ অফিসার হয়ে শত্রু দমনে সবকিছু তছনছ করে দিচ্ছেন বাপ্পী। তার বিপরীতে নায়িকা জাহারা মিতুকে দেখা গেছে আবেদনময়ী রূপে।
সুমন ধরের অ্যাকশন থ্রিলার ছবিটিতে বাপ্পীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে, মিতু অভিভাবকহীন এক বখাটে তরুণী। মঙ্গলবার হুট করেই ছবিটির ট্রেলার প্রকাশিত হল। অবশ্য তার একদিন আগে পোস্টার প্রকাশ করে জানানো হয় ঈদে আসছে শক্রু। ছবির পরিচালক সুমন ধর গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদে মুক্তি পাবে এটা ৯৯ পারসেন্ট কনফার্ম!
ছবির ট্রেলারে অনেকটা রাফ এন্ড টাফ ও মডার্ন চরিত্রে দেখা গেছে জাহারা মিতুকে। তিনি বলেন, এবারের ঈদ হোক শত্রুময়। আমরা সাধ্যের সবটা দিয়ে শক্রু বানিয়েছি। এই ছবির সবাই যার নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিয়েছেন। আশা করি দর্শকরা শক্রু দেখে হতাশ হবেন না।