শত্রুরা উস্কানি সৃষ্টি করলে পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানো হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
তিনি বলেছেন, শত্রুরা যদি তাদের পরমাণু অস্ত্র নিয়ে কোনও রকমের উস্কানি সৃষ্টি করে তাহলে উত্তর কোরিয়া শত্রুদের ওপর পরমাণু অস্ত্র দিয়েই হামলা চালাবে।
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সেনাদের মহড়া চলাকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন কিম জং।
তিনি বলেন, এবারের ক্ষেপণাস্ত্র মহড়া একেবারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে যে, শত্রুরা যদি কোনও রকমের উস্কানি সৃষ্টির চেষ্টা করে তাহলে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাতে দ্বিধা করবে না।
উত্তর কোরিয়া সাধারণত দক্ষিণ কোরিয়া এবং আমেরিকাকে ‘শত্রু দেশ’ হিসেবে উল্লেখ করে থাকে। কিন্তু এই দুই দেশের মধ্যে একমাত্র আমেরিকা পরমাণু অস্ত্রধারী দেশ। ফলে কিম জং উন ‘শত্রু’ বলতে দৃশ্যত আমেরিকাকে বুঝিয়েছেন।
মঙ্গলবার উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা তার আগের দিন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দেশের পরমাণু বাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য কতটা প্রস্তুত তা যাচাই করার জন্য এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।
কিম জং উন বলেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধপ্রস্তুতি ও উচ্চ পর্যায়ের সক্ষমতা পরিষ্কার হয়েছে। এরপরও তিনি দেশের সামরিক বাহিনীকে আরও শক্তি অর্জনের পরামর্শ দেন।
এদিকে, অন্য এক বিবৃতিতে কিম জংয়ের বোন কিম ইয়ো জং বলেছেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া তার আত্মরক্ষার অধিকারের বার্তা দিয়েছে। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে জরুরি বৈঠকে বসে তারও নিন্দা করেন কিম ইয়ো জং। সূত্র: রয়টার্স