সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষের গল্পে চলতি বছরের অগাস্টে প্রচার শুরু হওয়া ‘তেল ছাড়া পরোটা’ নাটক শতপর্ব পার করেছে। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছিল এই ধারাবাহিক।
সুবিধাবাদী ও নীতিবান মানুষের আদর্শগত সংঘাতের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘তেল ছাড়া পরোটা’। প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হয় নাটকটি। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা ও মিলি বাসারসহ আরও অনেকে।
নাটকের গল্পে দেখা যায়- সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার।
একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করলেও এখন তোষামোদকে পুঁজি করে সরিষার তেল, নারকেল তেল থেকে শুরু করে পেট্রোলের ব্যবসা গড়ে তোলে। তাদের কোম্পানির নাম ‘তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড’। অপরদিকে, আরেকটি পরিবার সহজ-সরল জীবনে অভ্যস্ত, যারা আপস না করার নীতিতে বিশ্বাসী। এই দুই পরিবারের সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাতের মধ্য দিয়েই এগিয়ে যাবে নাটকের কাহিনী।

