শচীনের রেকর্ড ছুঁলেন রোহিত

0
শচীনের রেকর্ড ছুঁলেন রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মার ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি এবং বিরাট কোহলির অনবদ্য ফিফটিতে হোয়াইটওয়াশ এড়ালো ভারত। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৩৬ রানের জবাবে খেলতে নেমে ৬৯ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় রোহিত-কোহলিরা।

রোহিত শর্মা ১২৫ বলে ১২১ রানের এক দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে, বিরাট কোহলি ৮১ বলে ৭৪ রানে অপরাজিত থেকে তাকে যোগ্য সঙ্গ দেন। দ্বিতীয় উইকেটে এই দুই তারকার অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটি সিডনির দর্শকদের মাতিয়ে তোলে এবং ভারতের সহজ জয় নিশ্চিত করে।

এই ইনিংস খেলার পথে রোহিত শর্মা একাধিক মাইলফলক স্পর্শ করেন। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তার নবম ওয়ানডে সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি অজিদের বিপক্ষে স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৯টি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন এবং বিরাট কোহলিকে (৮টি) পেছনে ফেললেন।

উল্লেখ্য, রোহিত এই কীর্তি গড়তে মাত্র ৪৯ ইনিংস সময় নিয়েছেন, যেখানে শচীনের লেগেছিল ৭০ ইনিংস।

এছাড়াও, রোহিত অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী ব্যাটার হিসেবে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির (৬টি) নতুন রেকর্ড গড়েন। তিনি কোহলি (৫টি) ও শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (৫টি) টপকে যান। এটি ছিল সব ফরম্যাট মিলিয়ে রোহিতের ৫০তম আন্তর্জাতিক সেঞ্চুরি।

বিরাট কোহলিও এই ম্যাচে তার ৭৫তম ওয়ানডে ফিফটি তুলে নেন এবং কুমার সাঙ্গাকারাকে টপকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার গৌরব অর্জন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here