শঙ্কায় রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ার!

0

এবার অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ার। কারণ দেশটির প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে মানহানি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন রাহুল। আর এ জন্য এরইমধ্যে এমপি পদে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মোদি রাজ্য গুজরাটের স্থানীয় আদালত রাহুলকে দোষী সাবস্ত্য করে এই সাজা দেয়। যদিও বর্তমানে জামিনে মুক্ত অবস্থাতেই আছেন রাহুল।

এই রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ছাড়াও আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতারা।

২০১৯ সালের নির্বাচনি র্যালিতে মোদিকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল। সেই মন্তব্যের জেরেই তাকে দোষী সাবস্ত্য করা হয়েছে। রায়ের পর রাহুল ৩০ দিনের জামিন পেয়েছেন।

তবে ভারতের সুপ্রিম কোর্টের ২০১৩ সালে দেওয়া এক আদেশ বলছে, কোনো সংসদ সদস্য ২ বছর বা তার চেয়ে বেশি সাজাপ্রাপ্ত হলে তিনি পদ হারাবেন। 

সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় এই রায় বাতিল না হওয়া পর্যন্ত রাহুল গান্ধী আর নির্বাচনেও অংশ নিতে পারবেন না। তাই সামনের বছর নির্বাচনে রাহুলের অংশ নেওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here