শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

0

ইরানের সেমনান প্রদেশে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর মেহের নিউজের।

ইরানি ভূকম্পন সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৫৩ মিনিটে এই ভূমিকম্পটি সেমনান প্রদেশের জামানআবাদ এলাকায় ভূ-পৃষ্ঠের ৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

জানা গেছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল দ্রাঘিমাংশ ৫৭.১৯ ডিগ্রি ও অক্ষাংশ ৩৫.২৫ ডিগ্রি স্থানে। 

ইরান মূলত একটি ভূমিকম্প-প্রবণ অঞ্চল। কারণ দেশটি দুটি প্রধান টেকটোনিক প্লেট- আরবীয় প্লেট ও ইউরেশীয় প্লেট’এর সংযোগস্থলে অবস্থিত। এই দুটি প্লেট এখন পরস্পরের দিকে এগিয়ে আসছে। যার ফলে অঞ্চলটিতে বড় ধরনের ভূমিকম্প প্রায়ই ঘটে।

ইরানে বছরে গড়ে ১০,০০০ ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়।  এর মধ্যে কিছু ভূমিকম্প হয় মারাত্মক ধ্বংসাত্মক। যেমন ২০০৩ সালের ৬.৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২৬,০০০ মানুষের প্রাণহানি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here