লোহিত সাগরে হুথিদের ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি ব্রিটেনের

0

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করল ব্রিটেন।

দেশটির দাবি, হামলা চালাতে আসা হুথিদের একটি ড্রোনকে যুদ্ধজাহাজ থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এইচএমএস ডায়মন্ড গত শনিবার ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে এবং এতে কোনও আহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, গাজায় ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে লোহিত সাগরে ইহুদিবাদী দেশটির সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। আমেরিকা ও ব্রিটেন দফায় দফায় পাল্টা হামলার পরও তাদের আক্রমণ বন্ধ হয়নি। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here