লোহিত সাগরে পশ্চিমা জাহাজে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা।
খবর অনুসারে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে তারা একটি ব্রিটিশ জাহাজ ও দুটি ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
ইরান-সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা।