লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হুতিদের ব্যাপক ড্রোন হামলা

0

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজকে লক্ষ্য করে ব্যাপক পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনী বড় ধরনের তৎপরতার এই প্রজেক্টাইলগুলি ভূপাতিত করেছে বলে দাবি করেছে। 

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হুতিদের হামলার লক্ষ্যগুলো ইসরায়েলের সাথে ক্ষীণ বা ন্যূনতম কোনো সম্পর্ক নেই।  কিন্তু এশিয়া এবং মধ্যপ্রাচ্যকে ইউরোপের সাথে সংযুক্তকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথকে বিপন্ন করে তুলেছে।

এটি ইয়েমেনে মার্কিন প্রতিশোধমূলক হামলার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে আরব বিশ্বের দরিদ্রতম দেশটিতে চলমান ‘অস্বস্তিকর যুদ্ধবিরতি’ বিঘ্নিত হতে পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here