লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত

0

ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার শিকার হওয়ার জাহাজটিতে পানি উঠছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে এ ঘটনা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা করেছে বলে ধারণা করা হচ্ছে।

ইউকেএমটিও বলেছেম হামলায় জাহাজটির ‘ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে ক্রুরা নিরাপদে রয়েছে এবং জাহাজটি তার পরবর্তী পোর্ট অব কলে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যামব্রে বলেছে, জাহাজটি রেডিও’র মাধ্যমে জানিয়েছে যে, ‘কার্গো হোল্ডে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে এবং তাতে পানি উঠছে’। সূত্র: আল-জাজিরা, এবিসি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here