একজন হুতি কর্মকর্তা বলেছেন, লোহিত সাগরে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হুতিরা ইসরায়েল-সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছে।
আল জাজিরার খবর অনুসারে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর একজন মুখপাত্র পুনরায় ইসরায়েলের ‘গণহত্যামূলক অপরাধ’ সমর্থন করার জন্য আমেরিকাকে দোষারোপ করেছে।
হুতিদের মুখপাত্র আবদুল সালাম এক্স-এ একটি পোস্টে বলেছেন, লোহিত সাগরে যা কিছু ঘটে তার পরিণতির জন্য আমরা (হুতিরা) আমেরিকাকে দায়ী করি। বিশ্বকে অবশ্যই ভুলে যাওয়া উচিত নয়, আমেরিকার পূর্ণ সমর্থনে গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যামূলক অপরাধ করছে।
এদিকে গাজায় নিহতের সংখ্যা প্রায় ৩১ হাজার ছুঁই ছুঁই। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু করার পর থেকে কমপক্ষে ৩০,৮০০ ফিলিস্তিনি নিহত এবং ৭২,২৯৮ জন আহত হয়েছে।