ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন ধরে গেছে। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা ও একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা এই তথ্য জানিয়েছে।
আল জাসরাহর ওপর হামলার মধ্য দিয়ে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের অভিযানকে আরও সম্প্রসারিত হলো। সাম্প্রতিক দিনগুলোতে লোহিত সাগর এবং এর কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠিটি।
তবে সর্বশেষ আল জাসরাহর ওপর হামলার তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি হুতিরা।