লোহিত সাগরের উত্তেজনা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

0

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক বাণিজ্যিক হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বুধবার নিউইয়র্ক সময় বেলা তিনটায় (লন্ডন সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ২টা) এই বৈঠক শুরু হবে।

উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটি- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এছাড়া আরও ১০টি অস্থায়ী সদস্য রয়েছে। এই রাষ্ট্রগুলো পালাক্রমে প্রতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে। চলতি জানুয়ারিতে সভাপতির দায়িত্বে রয়েছে ফ্রান্স।

লোহিত সাগরের উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক প্রসঙ্গে ফ্রান্সের জাতিসংঘের দূত নিকোলাস ডি রিভিয়েরা সংবাদসংস্থা আল জাজিরাকে বলেছেন, “সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যা কিছু করা দরকার তা করতে হবে।”

তিনি আরও বলেন, “কেউ লোহিত সাগরে উত্তেজনা দেখতে চায় না। কেননা, লোহিত সাগর পণ্য, মানুষ, জ্বালানি ও মানবিক পণ্য পরিবহনের জন্য খুবই অত্যাবশ্যক একটি রুট।” সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here