চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে তিনটি নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জামায়াত-শিবিরের ক্যাডার ওমর ফারুককে (৩০) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) রাতে উপজেলার চুনতি সাতগড় নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর ফারুক লোহাগাড়ার চুনতি সাতগড় মেম্বার পাড়া এলাকার জালাল আহমদের ছেলে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, থানা পুলিশের সাঁড়াশি অভিযানে পলাতক আসামি জামায়াত শিবির ক্যাডার ওমর ফারুককে গ্রেফতার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।