নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে যাওয়ার দুই দিন পর রাজিব ভুঁইয়া (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকার মধুমতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজিব ভুঁইয়া লোহাগড়া উপজেলার পুরাতন ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে। সে স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।